আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না আসা পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে সরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (৮ মে) রাত পৌনে ১২টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে চলমান বিক্ষোভে তিনি এই ঘোষণা দেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দিতে হবে। সেই সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা ‘জুলাই আন্দোলনের’ সবাই এখানে অবস্থান করব।’
তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানের সব সংগঠনের প্রতিনিধিরা এখানে আছেন। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে আমরা সবাই একমত।’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে হাসনাত বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে না, সে সিদ্ধান্ত আওয়ামী লীগ নেবে — আপনি বলার কে? আমরা আপনাকে বসিয়েছি।’
এর আগে, বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা ও তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার স্পষ্ট রোডম্যাপ দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। যমুনার মূল ফটকের সামনের সড়কে তারা স্লোগান দিতে থাকেন।
হাসনাত তার এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আওয়ামী লীগের বিচার নিশ্চিত এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে।’
এদিকে যমুনা ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে পুলিশ, সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নদীবন্দর/জেএস