জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নয়া বন্দোবস্ত নিশ্চিত করতে ইউনাইটেড পিপলস বাংলাদেশের ৫ সদস্যদের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন জুলাই আন্দোলনের লক্ষীপুরের শহীদ ওসমান পাটোয়ারির বাবা।
আহ্বায়ক কমিটিতে যারা আছেন- আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সমন্বয়ক রাফে সালমান রিফাত, প্রধান সংগঠক নাঈম আহমেদ এবং মুখপাত্র শারমির ইরা।
এর আগে উদ্বোধনী ঘোষণা দিয়ে ওসমানের বাবা বলেন, ইতোমধ্যে নয় মাস পেরিয়ে গেলেও আমরা খুনির বিচারের দৃশ্যমান কিছু দেখছি না। সরকার আমাদের টিটকারি করছে। খুনিরা পালিয়ে যাচ্ছে। আমার ছেলেদের খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। আমাদের সকল শহীদদের হৃদয়ের দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। তাহলে আমাদের কলিজা ঠাণ্ডা হবে। আমার সন্তানকে ৫৫টি গুলি করা হয়েছে।
নদীবন্দর/জেএস