পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (১০ মে) রাতে রাজধানীর গুলশানে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় যান তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
অনুষ্ঠানে যেতে গাঢ় নীল রঙের একটি শাড়ি পরে বের হয়েছেন খালেদা জিয়া। নিজের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়া বের হওয়ার পর গাড়ির দুই পাশে নেতাকর্মীরা তার নামে বিভিন্ন স্লোগান দেন।
লন্ডনে চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কাতারের আমিরের দেওয়া বিমানে চড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষ্যে বিএনপি নেতাকর্মীরা বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পথে পথে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের ভালোবাসায় সিক্ত হয়ে গুলশানে নিজের বাসভবনের সামনে গাড়ি থেকে নেমে হেঁটে প্রবেশ করেন খালেদা জিয়া।
নদীবন্দর/জেএস