সংস্কার কমিশনের প্রস্তাব আমলে না নিয়ে বর্তমান নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। তাই ইসি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি।
বুধবার (২১ মে) বেলা ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
মঙ্গলবার (২০ মে) রাতে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় নির্বাচন দিতে হবে। বর্তমান কমিশনের উপর আস্থা রাখা যায় না।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলামকে আহ্বায়ক করে গত ২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে এনসিপি। এটি দেশের ইতিহাসে প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল।
নদীবন্দর/জেএস