সাপ্তাহিক ছুটি তিন দিন করার কথা ভাবছে ভারতের কেন্দ্র সরকার। মূলত বেসরকারি ক্ষেত্রে বিভিন্ন সংস্থার কাজের পরিবেশ স্বাস্থ্যকর করে তুলতে চাইছে দেশটির সরকার। সে কারণে ইউনিয়ন লেবার কোড অনুযায়ী এই ছুটি চালু করা হবে।
এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে ইউনিয়ন লেবার সেক্রেটারি অপূর্ব চন্দ্র বলেন, বেসরকারি সংস্থাগুলোর কাজের সময় সপ্তাহে ৪৮ ঘণ্টা বেঁধে দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে তিনটি উপায় থাকবে। প্রথমত, কর্মীদের চার দিন ১২ ঘণ্টা অফিসে থাকতে বলা হতে পারে। দ্বিতীয়ত, পাঁচ দিন ১০ ঘণ্টা করে কাজ করানো হতে পারে। আর তৃতীয়ত, ছয় দিন ৮ ঘণ্টা করে কাজ করতে বলা যেতে পারে।
ওয়েজেস কোড, পেশাগত সুরক্ষা, স্বাস্থ্য, কাজের শর্ত ও সামাজিক সুরক্ষা ক্ষেত্রেও কিছু বদল আনা হতে পারে বলে জানা গেছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। আর এখনই কোনও সংস্থার ওপর নতুন নিয়ম চাপিয়ে দেওয়া হবে না বলে জানান অপূর্ব কুমার।
সূত্র: এবিপি
নদী বন্দর / পিকে