রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি আইড় মাছ। মাছটি ৪৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (৩১ মে) ভোরে উপজেলার বাহিরচর এলাকায় জেলে হোসাইন মিয়ার জালে ধরা পড়ে মাছটি। ভোর পাঁচটার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে জাল ফেলেন হোসাইন ও তার সহযোগীরা।
কিছুক্ষণ পরই জালে উঠে আসে বিশাল আকারের আইড় মাছটি। পরে মাছটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে নিয়ে যাওয়া হয়। সেখানে ওজন করে দেখা যায়, মাছটির ওজন ১৬ কেজি। প্রতি কেজি ২ হাজার ৯০০ টাকা দরে মাছটি বিক্রি করেন হোসাইন মিয়া।
স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বলেন, আমি হোসাইনের কাছ থেকে মাছটি ৪৬ হাজার ৪০০ টাকায় কিনি। পরে মোবাইল ফোনে ভিডিও কলে টাঙ্গাইলে থাকা এক প্রবাসীর সঙ্গে যোগাযোগ করে ৪৮ হাজার টাকায় মাছটি বিক্রি করি।
নদীবন্দর/রাজবাড়ী