রাজধানীর বনানীতে সড়ক অবরোধের প্রায় ৫ ঘণ্টা পর সরে গেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এরপর সড়কের যান চলাচল শুরু হয়।
রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় সেনাবাহিনীর হস্তক্ষেপে সড়ক ছাড়েন তারা।
এর আগে, রাজধানীর বাইরের সিএনজিচালিত অটোরিকশা চালকদের অবরোধের কারণে দুপুর দেড়টা থেকে মহাখালীগামী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ঢাকা জেলার সিএনজি চালকদের দাবি, ঢাকা জেলার অন্তর্গত সিএনজিগুলোকে ঢাকা মহানগরে চলতে দিতে হবে। এজন্য কোনো ধরনের মামলা দিতে পারবে না ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সকাল ১০টা থেকে বিআরটিএর সদর দফতরের সামনে অবস্থান নেওয়া শুরু করেন ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক কল্যাণ সোসাইটির অন্তর্গত সিএনজিচালকরা।
বিক্ষোভে অংশ নেওয়া চালকদের অনেকেই কাফনের কাপড় পরে আন্দোলনে যোগ দেন। যদিও অ্যাম্বুল্যান্স ও বিমানবন্দরগামী যানবাহন চলাচলের ক্ষেত্রে তারা ছাড় দিচ্ছেন, অন্য কোনো গাড়ি চলতে দেওয়া হচ্ছে না বলে জানান তারা।
চালকদের ঘোষণা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এক পর্যায়ে আন্দোলনরত চালকরা বিআরটিএ ভবন ঘেরাও করে রাখেন। তারা কাউকে ভেতরে ঢুকতে বা ভেতর থেকে বাইরে বের হতে দিচ্ছিলেন না।
নদীবন্দর/জেএস