সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান করেছে শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়।
শুরুটা দারুণ করেছিল শ্রীলঙ্কা। প্রথম ওভারেই আসে ১৪ রান। কিন্তু এরপরই দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লঙ্কানরা। প্রথম ওভারের শেষ বলে কুশল মেন্ডিসকে আউট করেন শরিফুল ইসলাম। পরের ওভারে গোল্ডেন ডাক মারেন কুশল পেরেরা—যার শিকার শেখ মেহেদী হাসান।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। দীনেশ চান্দিমাল (৪), চারিথ আসালাঙ্কা (৩) এবং ফিফটির কাছাকাছি গিয়ে পাথুম নিসাঙ্কা (৪৬) – সবাইকেই ফেরান শেখ মেহেদী হাসান। তিনি ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ারসেরা বোলিং।
৬৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। এরপর কিছুটা লড়াই করেন কামিন্দু মেন্ডিস (২১) ও দাসুন শানাকা। শেষ ওভারে আসে ২২ রান, যার বেশিরভাগই আসে শানাকার ব্যাট থেকে। তিনি ২৫ বলে অপরাজিত ৩৫ রান করেন।
বাংলাদেশের হয়ে মেহেদী ৪টি উইকেট নেন। শরিফুল, মুস্তাফিজ ও শামীম ১টি করে উইকেট নেন।
নদীবন্দর/এএস