সিরিয়ার রাজধানী দামেস্কে সেনা সদরদফতরে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বুধবার (১৬ জুলাই) ইসরায়েলি হামলায় কেঁপে উঠে রাজধানী দামেস্ক।
সেনা সদরদফতর সিরিয়ার প্রেসিডেন্ট প্যালেসের কাছে অবস্থিত। সিরিয়ায় সুয়েইদা শহরে দ্রুজ জাতিগোষ্ঠী এবং বেদুঈন জাতিগোষ্ঠীর মধ্যে গত কয়েকদিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। খবর আল-জাজিরার।
এ সংঘর্ষ থামাতে শহরটিতে প্রবেশ করে সিরিয়ার সেনাবাহিনীর সদস্যরা। এসময় তারা ট্যাংক ও অন্য ভারী অস্ত্র নিয়ে আসে।
তবে দখলদার ইসরায়েল হুমকি দেয় সুয়েইদা শহর থেকে সিরিয়ার সেনাবাহিনীকে চলে যেতে হবে।
ইসরায়েলের অভিযোগ, দ্রুজ জাতিগোষ্ঠীর ওপর সিরীয় সেনারা অত্যাচার চালাচ্ছে। যা তারা করতে দেবে না। এমন অজুহাত দেখিয়ে সেনা সদরদফতরে হামলা চালাল তারা।
ইসরায়েলপন্থী দ্রুজ সম্প্রদায়ের অনেক মানুষ সিরিয়ার দখলদকৃত ইসরায়েলি ভূখণ্ডে বাস করেন।
বুধবার সেনা সদরদফতরে প্রথমে ছোট একটি হামলা চালায় ইসরায়েল। এরপর সেখানে ব্যাপক বোমা হামলা শুরু করে তারা।
সিরিয়ায় দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটি বলেছে, সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর শান্তি ফেরানোর যে সুযোগ তৈরি হয়েছে সেটি ইসরায়েল নষ্ট করছে।
গত বছরের ডিসেম্বরে বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে বাশার আল-আসাদের পতন ঘটায় বিদ্রোহীরা।
এরপর থেকে পশ্চিমারা সিরিয়ার সঙ্গে আবারও সম্পর্ক তৈরি করে, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেয়। এমনকি ইসরায়েলের সঙ্গে সিরিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের গুঞ্জনও উঠে।
তবে এরমধ্যেই দখলদার ইসরায়েল সিরিয়ার সেনা সদরদফতর লক্ষ্য করে হামলা চালাল।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েল হামলা চালালেও সিরিয়ার এ মুহূর্তে কিছু করার নেই। তাদের পাল্টা পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নেই।
সিরিয়া খুব বেশি হলে মিত্র দেশগুলোকে দিয়ে ইসরায়েলের ওপর চাপ তৈরি করতে পারবে।
নদীবন্দর/ এএস