চাঁদাবাজ-দখলবাজদের বিরুদ্ধে হার্ডলাইনে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। সেই ধারাবাহিকতায় এবার চাঁদপুর জেলা ও উপজেলা পর্যায়ের চার নেতাকে বহিষ্কার করল দলটি।
মঙ্গলবার (২৯ জুলাই) রাত সোয়া ১০টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
তাতে লেখা হয়েছে, ‘চাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরণের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইমাম হোসেন গাজী, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও সহসভাপতি ছেঙ্গারচর পৌর বিএনপির আব্দুল মান্নান লস্কর, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভুঁইয়া এবং লাকসাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শফিউল্লাহকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে রাত ৯টার দিকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাবের আট নেতাকে বহিষ্কারের কথা জানায় বিএনপি। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কার্যকলাপের অভিযোগ করা হয়েছে।
এছাড়া রাত ৮টা ১০ মিনিটে আরেকটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। এছাড়া ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কারের কথা জানানো হয়।
নদীবন্দর/জেএস