আগস্টে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর রয়েছে। তারা এই মাসেই পেতে পারেন টানা পাঁচ দিনের ছুটি। দুই দিনের ছুটি ম্যানেজ করলেই এই সুযোগ পাওয়া সম্ভব।
জানা গেছে, সরকার আগস্টের ৫ তারিখকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে। তাই দিবসটিকে কেন্দ্র করে মঙ্গলবার (৫ আগস্ট) থাকবে সাধারণ ছুটি।
এদিকে ৫ আগস্টের সাধারণ ছুটির দুদিন পর অর্থাৎ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি তো থাকছেই।
এ ছাড়া দুই ছুটির মধ্যে বুধ ও বৃহস্পতিবার অর্থাৎ আগামী ৬ ও ৭ আগস্ট দুদিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা পাঁচদিনের ছুটি মিলতে পারে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্ট সাধারণ ছুটিসহ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন’ করা হবে। দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করে গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে। ওই তারিখে সাধারণ ছুটি পালন করা হবে। ওই তারিখে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবর জারি করা পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
নদীবন্দর/জেএস