মানিক মিয়া এভিনিউতে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত এক ব্যতিক্রমধর্মী প্রতীকী কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘পালিয়ে যাওয়ার’ প্রতীক হিসেবে প্রদর্শিত বেলুনের প্লেনে আগুন ধরে যায়। মঞ্চের কিছুটা সামনের এই আয়োজনে বিদ্যুতের তারে আগুন ধরার পরে ড্রোনের মাধ্যমে সেই আগুন নিভিয়ে ফেলা হয়। তবে ঘটনাটি দর্শনার্থী ও পথচারীদের মধ্যে মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে দেয়।
এদিকে, বেলা ১২টায় শুরু হওয়া এ কর্মসূচিতে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। যাদের হাতে ছিল প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা। জুলাই ঘোষণাপত্র বিকেলে পাঠ করবেন প্রধান উপদেষ্টা।
আয়োজকরা বলছেন, আজকের কর্মসূচির অন্যতম অংশ ছিল হাসিনার পালায়নের প্রতীকী বিষয়টি তুলে ধরা। এটি একটি প্রতীকী প্রতিবাদ। যার মাধ্যমে বোঝানো হয়েছে, স্বৈরতন্ত্রের অবসান হয়ে শেখ হাসিনাকে পালাতে হয়েছে।
প্রতিটি বেলুনের প্লেন একটি মোটা দড়ি দিয়ে মঞ্চের সামনেই বেঁধে রাখা ছিল। সেগুলোকে ছেড়ে দেওয়া হলে তা আকাশে উঠে যায়। এসময় উল্লাসে মেতে ওঠেন ছাত্র-জনতা। স্লোগান তোলেন, ‘পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে।’ এরমধ্যেই একটি বেলুন বিদ্যুতের তারে লেগে আগুন ধরে যায়। এতে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় একটি ড্রোন এসে আগুন নিয়ন্ত্রণ করে। এই দৃশ্য দেখে আবারও উল্লাসে মেতে ওঠেন দর্শনার্থীরা।
নদীবন্দর/জেএস