দেশে বিভিন্ন বিষয়ে মৌলিক গবেষণার ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে আয়োজিত গবেষণার চূড়ান্ত ফলাফল উপস্থাপনবিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, জনবান্ধব অর্থাৎ প্রয়োজনের সঙ্গে সংগতিপূর্ণ হলে গবেষণা কাজে অর্থ বরাদ্দ বাড়াতেও সরকার প্রস্তুত আছে। তবে এই মুহূর্তে ব্যতিক্রমী গবেষণা সীমিতভাবে করার পক্ষে সরকার।
তবে গবেষণা কাজে সবচেয়ে বড় সীমাবদ্ধতা রয়েছে স্বাধীনতার ও সাহসের। এই সীমাবদ্ধতা দূর করতে না পারলে ও অনেক প্রশ্ন করার সুযোগ না হলে ভালো মানের গবেষণা হবে না। এ ক্ষেত্রে সবাইকে বিশেষ করে তরুণ গবেষকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আর্থসামাজিক উন্নয়নে উচ্চপর্যায়ে শিক্ষাদানে জড়িতদের (শিক্ষকদেরয়) গবেষণা সরকারের নীতি প্রণয়নে বেশ সহায়ক ভূমিকা রাখে বলে জানান পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মাদ জয়নুল বারী।
সচিব বলেন, সরকার যেহেতু জনবান্ধব উন্নয়ন পরিকল্পনা করতে চায় তাই সমাজবিজ্ঞানীদের নানান গবেষণাকে সরকার গুরুত্বসহকারে নিতে চায়।
নদী বন্দর / পিকে