1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
আবারও ফাইনালে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়লেন রোনালদো - Nadibandar.com
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
নদীবন্দর,ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১ বার পঠিত

ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাব পর্যায়ে শেষ কবে বড় কোনো লিগ বা কাপের শিরোপা জিতেছিলেন, আপনার মনে আছে? মনে না থাকাই স্বাভাবিক। প্রায় ৩ মৌসুম ধরে বড় কোনো প্রতিযোগিতায় ক্লাবের হয়ে শিরোপা জেতেননি সিআর সেভেন। আরও একটি ফাইনালে আবারও স্বপ্নভঙ্গের বেদনায় পুড়েছেন পর্তুগিজ মহাতারকা।

সৌদি সুপার কাপের ফাইনালে আল আহলির কাছে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হেরেছে রোনালদোর দল আল নাসর। টাইব্রেকারের আগে নব্বই মিনিটের ম্যাচ ২-২ সমতায় শেষ হয়েছিল। টাইব্রেকারে হেরে সৌদি ফুটবলে আল নাসরের হয়ে ট্রফি জয়ের অপূর্ণতা কাটাতে পারলেন না রোনালদো।

২০২৩ সালের জানুয়ারিতে সৌদি ক্লাবটি আল নাসরে নাম লেখান রোনালদো। এরপর আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ ছাড়া আর কোনো শিরোপাই জিততে পারেননি ৪০ বছর বয়সী এই পর্তুগিজ তারকা। এদিকে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের আয়োজক ফিফা কর্তৃক স্বীকৃতি পায়নি। সেখানে মূলত আমন্ত্রিত দলগুলো খেলে বিধায় সেটিকে শীর্ষ পর্যায়ের টুর্নামেন্ট বিবেচনা করা হয় না।

চার দলের সৌদি সুপার কাপে সর্বশেষ প্রো লিগ ও কিংস কাপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো খেলে। আল ইত্তিহাদ ২০২৪-২৫ মৌসুমে প্রো লিগ ও কিংস কাপ দুটিতেই জেতায় প্রো লিগের তৃতীয় দল হিসেবে সুপার কাপে জায়গা পায় আল নাসর। অন্যদিকে ফিফা ক্লাব বিশ্বকাপের ব্যস্ততা ও নতুন মৌসুমের প্রস্তুতির সুবিধার্থে আল হিলাল নাম প্রত্যাহার করায় জায়গা পায় প্রো লিগে পঞ্চম হওয়া আল আহলি।

আল ইত্তিহাদকে ২-১ গোলে আল নাসর ও আল-কাদসিয়াকে ৫-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল আল আহলি। গতকাল রাতে হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরুতে এগিয়ে গিয়েছিল আল নাসরই। ৪১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এটি সৌদি ক্লাবটিতে তার ১০০তম গোল।

প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আল আহলিকে সমতায় ফেরান ফ্রাঙ্ক কেসি। ১-১ সমতা ধরে এগোতে থাকা ম্যাচে ৮২ মিনিটে আল নাসরকে এগিয়ে দেন মার্সেলো ব্রোজোভিচ। সৌদি ক্লাবে রোনালদোর প্রথম শিরোপা তখন নাগালেই মনে হচ্ছিল। তবে ৮৯তম মিনিটে রজার ইবানেজ আল আহলিকে সমতায় নিয়ে এলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকার অংশে আল আহলি ও আল নাসর দুই দলই প্রথম তিন শটে বল জালে পাঠায়। তবে আল আহলির ফেরাস আলব্রিকান চতুর্থ শট কাজে লাগালেও মিস করে বসেন আল নাসরের আবদুল্লাহ আল-খাইবারি। আহলির হয়ে গালেনো পঞ্চম শটে গোল করলে সেখানেই ম্যাচ হেরে যায় রোনালদোর আল নাসর।

নদীবন্দর/এএস

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com