এশিয়া কাপ ক্রিকেটের এবারের আসরের খেলা একেবারেই সন্নিকটে। ৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে খেলা। এবারের আসরের সব ম্যাচই আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্টে খেলতে আজ দুই ভাগে বাংলাদেশ থেকে আরব আমিরাতের উদেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। এদিকে মহাদেশীর শ্রেষ্ঠ্যত্বের টুর্নামেন্টের আগে ইএসপিএনক্রিকইনফো প্রকাশ করেছে সর্বকালের সেরা একাদশ।
এশিয়া কাপ মাঠে গড়ানোর আগে এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। এশিয়ার সেরাদের এই একাদশে আছেন কিংবদন্তি ক্রিকেটাররা। সেসব নামের ভিড়ে আছে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের নামও।
ক্রিকইনফো এশিয়ার সর্বকালের সেরা যে একাদশ গঠন করেছে তাতে ওপেনার দুজনই শ্রীলঙ্কান। সনাথ জয়াসুরিয়ার সঙ্গে আছেন মাহেলা জয়াবর্ধনে। এরপরই আছেন তিন নম্বরের সেরা অপশন বিরাট কোহলি।
এদিকে টি-টোয়েন্টির মারকুটে ব্যাটার সূর্যকুমার যাদব ওয়ানডে ক্রিকেটে এখনো নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে ক্রিকইনফো তাকেই রেখেছে চার নম্বরে। আর পাছে আছেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। এই একাদশের অধিনায়কও তিনিই।
ধোনির পর ছয়ে আছেন সাকিব। একাদশে থাকা তিনজন অলরাউন্ডারের একজন তিনি। সাকিব ছাড়া অলরাউন্ডার হিসেবে আরও আছেন শহিদ আফ্রিদি ও রশিদ খান। এরপর পেসার হিসেবে দলে জায়গা পেয়েছেন উমর গুল, জশপ্রীত বুমরা ও লাসিথ মালিঙ্গা।
নদীবন্দর/জেএস