ব্রিটিশ বক্সার ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন রিকি হ্যাটন আর নেই। ৪৬ বছর বয়সে রোববার না ফেরার দেশে চলে যান তিনি। খবর সিএনএনের।
মৃত্যুকালে রিকি হ্যাটন তিন সন্তান-মিলি, ফিয়ার্ন ও ক্যাম্পবেল এবং এক নাতনি রেখে গেছেন।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশের এক মুখপাত্র বলেন, সকাল ৬টা ৪৫ মিনিটে টেমসাইডের হাইড এলাকায় বোলঅ্যাকার রোডে একজনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এতে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে মৃত্যুর কারণ বা পরিচয় আনুষ্ঠানিকভাবে জানায়নি পুলিশ।
রিকি হ্যাটনের ডাকনাম ছিল ‘দ্য হিটম্যান’। লাইট-ওয়েল্টারওয়েট ও ওয়েল্টারওয়েট-দুই ওজনশ্রেণিতেই তিনি বিশ্ব খেতাব জিতেছিলেন। ফ্লয়েড মেওয়েদার জুনিয়র, ম্যানি প্যাকিয়াও ও কস্টিয়ার মতো তারকাদের সঙ্গে লড়াই করেছেন তিনি।
২০০৭ সালে মেওয়েদারের কাছে হারের আগে পর্যন্ত হ্যাটনের রেকর্ড ছিল ৪৩ জয়। এই সময়ের মধ্যে কোনো পরাজয় ছিল না। ২০১২ সালে অবসরের সময় তার রেকর্ড দাঁড়ায় ৪৫ জয় ও তিন হার।
সাম্প্রতিক বছরগুলোতে মদ্যপান, মাদক ও হতাশার সঙ্গে তার লড়াইয়ের কথা খোলামেলা বলেছেন হ্যাটন। তবে আগামী ২ ডিসেম্বর দুবাইয়ে ইসা আল দাহর বিপক্ষে রিংয়ে ফেরার কথা ছিল তার।
হ্যাটনের মৃত্যুর খবরে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আমির খান সামাজিক মাধ্যম এক্সে (আগের নাম টুইটার) লিখেছেন, ‘রিকি, ধন্যবাদ সবকিছুর জন্য-তোমার লড়াই, গৌরবের মুহূর্ত আর দৃঢ়তার জন্য। তুমি দেখিয়েছো, অসম্ভবও সম্ভব।’
টাইসন ফিউরি লিখেছেন, ‘রিকি হ্যাটন একটাই ছিল, একটাই থাকবে।’ বক্সার ক্রিস ইউব্যাঙ্ক জুনিয়র শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও, মিস্টার রিকি হ্যাটন। আমরা তোমাকে স্যালুট জানাই।’
ফুটবল তারকা মাইকেল ওয়েন লিখেছেন, ‘রিকি হ্যাটন শান্তিতে ঘুমাও। কী দুর্দান্ত মানুষ, কী যোদ্ধা তুমি ছিলে। অবিশ্বাস্য দুঃখজনক খবর।’
নদীবন্দর/এএস