চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং দেশটির সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার পাকিস্তানি সংবাদমাধ্যম খাইবার নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে ট্রাম্পের সঙ্গে দুই পাকিস্তানি নেতা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়ছে, বৈঠকের আলোচ্যসূচিতে পাকিস্তানের ভয়াবহ বন্যা থেকে শুরু করে কাতারের হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার পরিণতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত থাকবে। এই উচ্চ-স্তরের সংলাপে নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক উত্তেজনাও সমাধান করা হবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বা ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাস থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি|।
প্রসঙ্গত, কয়েক দশক ধরে কূটনৈতিকভাবে দূরে থাকার পর, গত জুন মাসে ভারতের সঙ্গে সংঘাতের পর পাকিস্তানের সেনাপ্রধান মুনিরকে হোয়াইট হাউসে স্বাগত জানান ট্রাম্প। অভূতপূর্ব এই বৈঠকের পরই মার্কিন-পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের উন্নতি ঘটে এবং পাকিস্তানের পক্ষ থেকে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনীতও করা হয়। কয়েকদিন পরেই জুলাই মাসে, ট্রাম্প প্রশাসন পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি ঘোষণা করে এবং ইসলামাবাদকে তার ‘বিশাল তেলের মজুদ’ উন্নয়নে সহায়তা করার প্রতিশ্রুতি দেয়।
এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান মুনিরের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য এই বৈঠকের বিষয়ে আশাবাদী পাকিস্তান।
সূত্র: এনডিটিভি
নদীবন্দর/এএস