প্রায় ১৪ মাস পর কোনো পুরুষ ক্রিকেট দলকে আন্তর্জাতিক সিরিজের জন্য স্বাগত জানাতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী মাসের শুরুতে দুই টেস্ট, তিন টি-টোয়েন্টি ও তিন ওয়ানডের পূর্ণাঙ্গ সফরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাবে শ্রীলঙ্কা ক্রিকেট।
এন্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ড ও স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে সম্পূর্ণ জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আয়োজন করা হবে এই পূর্ণাঙ্গ সিরিজ।
শ্রীলঙ্কার এ সফরের কিছু ম্যাচ সেইন্ট লুসিয়ায় আয়োজন করতে চেয়েছিল ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। কিন্তু সফরকারী দলের হেড কোচ মিকি আর্থুর ও বাঁহাতি ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় পিছিয়ে গেছে তাদের সফর। তাই এন্টিগায়ই সব ম্যাচ খেলা হবে।
এর ফলে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের গৌরব অর্জন করবে কুলিজ ক্রিকেট গ্রাউন্ড। এই মাঠে নিয়মিতই ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটের টি-টোয়েন্টি ও ওয়ানডে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
গত বছরের জানুয়ারিতে সবশেষ পুরুষ দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল আয়ারল্যান্ড। এবার প্রায় ১৪ মাস পর ওয়ার্ল্ড কাপ সুপার লিগ ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো খেলতে ক্যারিবীয় সফরে যাচ্ছে শ্রীলঙ্কা।
ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা সিরিজের সূচি
প্রথম টি টোয়েন্টি – ৩ মার্চ (কুলিজ ক্রিকেট গ্রাউন্ড)
দ্বিতীয় টি টোয়েন্টি – ৫ মার্চ (কুলিজ ক্রিকেট গ্রাউন্ড)
তৃতীয় টি টোয়েন্টি – ৭ মার্চ (কুলিজ ক্রিকেট গ্রাউন্ড)
প্রথম ওয়ানডে – ১০ মার্চ (স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম)
দ্বিতীয় ওয়ানডে – ১২ মার্চ (স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম)
তৃতীয় ওয়ানডে – ১৪ মার্চ (স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম)
দুই দিনের প্রস্তুতি ম্যাচ – ১৭ ও ১৮ মার্চ (স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম)
প্রথম টেস্ট – ২১ মার্চ (স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম)
দ্বিতীয় টেস্ট – ২৯ মার্চ (স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম)
নদী বন্দর / জিকে