যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের লিল্যান্ড শহরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন।
বিবিসির বরাতে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) রাতের দিকে এই হামলার ঘটনা ঘটে। শহরটির ওয়াশিংটন কাউন্টিতে একটি স্কুলের বার্ষিক হোমকামিং ফুটবল খেলার আয়োজন চলছিল। খেলা দেখতে সেখানে জড়ো হয়েছিলেন বহু মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা শেষে স্থানীয়ভাবে আয়োজিত এক সমাবেশ চলাকালে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল ছিল লিল্যান্ড শহরের প্রধান সড়ক। ঠিক কারা বা কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা এখনও পরিষ্কার নয়।
মিসিসিপি রাজ্যের সিনেটর ডেরিক সিমন্স এক বিবৃতিতে বলেন, ফুটবল ম্যাচ শেষে আয়োজিত ওই জমায়েতে আকস্মিকভাবে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
গুলিতে আহত ১২ জনকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হেলিকপ্টারে করে নেওয়া হয়েছে ইউনিভার্সিটি অব মিসিসিপি মেডিকেল সেন্টারে।
পুলিশ জানায়, এখন পর্যন্ত কোনো হামলাকারীকে শনাক্ত করা যায়নি। কেউ গ্রেফতারও হয়নি। হামলাকারী জীবিত না মৃত, সে বিষয়েও কিছু নিশ্চিত নয় কর্তৃপক্ষ।
হামলার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশন (MBI)। শহরের বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হয়েছে।
লিল্যান্ডের মেয়র জন লি এই হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, এটা শুধু লিল্যান্ড নয়, গোটা মিসিসিপির জন্য একটি বেদনাদায়ক রাত। যারা প্রিয়জন হারিয়েছেন, আমরা তাদের পাশে আছি।
নদীবন্দর/এএস