রাজধানীর শ্যামপুরের নিউ জনতা মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় কাবুল (২৬) নামের এক পরিবহনশ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সমরেশ কুমার দাস জানান, শ্যামপুরের নিউ জনতা আয়রন মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় একটি ময়লার ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন কাবুল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ময়লার ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, নিহত কাবুল বরিশালের কোতোয়ালি উপজেলার কর্নকাঠী গ্রামের সালাম খানের ছেলে। শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। রাইদা পরিবহনে হেল্পার হিসেবে কর্মরত ছিলেন কাবুল। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নদী বন্দর / পিকে