ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অনুমতি ছাড়া গড়ে ওঠা সব ‘গৃহায়ণ প্রকল্প-হাউজিং প্রজেক্ট’ বন্ধ করার নির্দেশ দিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) ডিএসসিসির ৭৫ নম্বর ওয়ার্ডের ফকিরখালী সরেজমিনে পরিদর্শনের গিয়ে তিনি এ কথা বলেন।
নগরে অপরিকল্পিতভাবে বিভিন্ন গৃহায়ণ প্রকল্প এবং হাউজিং প্রজেক্ট গড়ে উঠছে। এসব প্রকল্প বাস্তবায়নের আগে ডিএসসিসির সঙ্গে কোনো সমন্বয় করা হচ্ছে না। অবিলম্বে এসব প্রকল্প বন্ধ করতে হবে বলে জানান তিনি।
ঢাকা দক্ষিণ সিটির প্রত্যেকটি ওয়ার্ডে অন্তত একটি করে খেলার মাঠ করা হবে। এজন্য মাঠগুলো দখলমুক্ত করে উন্মুক্ত খেলার মাঠ হিসেবে স্থানীয় শিশু কিশোরদের খেলাধূলার ব্যবস্থা করা হবে।
মশা নিধনে আগামী দু সপ্তাহ পর থেকে নতুন কীটনাশক ওষধ ব্যবহার করা হবে বলেও জানান তিনি।
নদী বন্দর / জিকে