নেত্রকোনার হাওর অঞ্চলে অবাধে চলছে অতিথি পাখি শিকার। অসাধু শিকারিরা বিভিন্ন ধরণের ফাঁদ পেতে পাখি শিকার করে বিক্রি করছে হাট বাজারে। এতে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এ বিষয়ে অবশ্য শিগগির ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি, হাওড় অঞ্চল হিসেবে খ্যাত। শীতে এলেই এসব এলাকা মুখর হয়ে উঠে অতিথি পাখির কলকাকলিতে। তবে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে পাখি শিকার।
পাখি শিকারিরা বলেন, এখানে একটি ঘর বানাই তারপর সেখান থেকে কৌশলে পাখি শিকার করি। পাখি শিকার করি বিক্রি করার জন্য নয় আমরা খাওয়ার জন্য করি। স্থানীয়দের অভিযোগ পাখি শিকার করে বিভিন্ন বাজারে প্রকাশ্যে বিক্রি চললেও এদের থামাতে নেই কোনো উদ্যোগ। হাওড় অঞ্চলের জীব বৈচিত্র্য রক্ষায় পাখি নিধন বন্ধে প্রশাসনের ভূমিকা চান পরিবেশবাদীরা। কৃষিবিদ ও পরিবেশবাদী দিলীপ সেন বলেন, এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং জৈববৈচিত্রের বিলুপ্ত হয়। এ থেকে উত্তোলন আমাদের জরুরি।
অতিথি পাখি শিকার বন্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা।নেত্রকোনা মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, আমি স্থানীয় পর্যায়ে ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন মেম্বারদেরকে আমাকে তথ্য দেয়ার কথা বলেছি। তথ্য পেলে যে কোনো স্থানে মোবাইল কোর্ট এর মাধ্যমে ব্যবস্থা নেবো। কেবল আশ্বাস নয় অতিথি পাখি শিকার বন্ধে কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা।
নদী বন্দর / এমকে