মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে পদ্মায় ডুবে যাওয়া ডাম্ব ফেরি রাণীগঞ্জকে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ নির্ভীক এসে উদ্ধার করেছে। সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ডুবে যাওয়ার সাতদিন পর পুরোপুরি ফেরিটি উদ্ধার করতে সক্ষম হয় কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ নির্ভীকের কমান্ডার এবং নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক এসএম আজগর আলী বলেন, ৭ ডিসেম্বর পদ্মা নদীর বাংলাবাজার ফেরিঘাটের কাছে রাণীগঞ্জ ডাম্ব ফেরিটি ডুবে যায়। আমরা খবর পেয়ে বরিশাল থেকে উদ্ধারকারী জাহাজ নির্ভীক নিয়ে ৯ ডিসেম্বর এখানে এসে উদ্ধার কাজ শুরু করি। উদ্ধারকারী জাহাজ নির্ভীকের সহায়তায় ডুবুরি দল ও সেচ যন্ত্রের সাহায্যে সোমবার রাত ৮টায় ফেরিটি সম্পূর্ণ টেনে উঠাতে সক্ষম হই। তবে ফেরিটির ওজন অনেক বেশি হওয়ার তুলতে অনেক বেশি সময় লেগেছে।
উল্লেখ্য, গত রোববার রাত সাড়ে ১০টার সময় ৭টি ট্রাক, ৫টি যাত্রীবোঝাই বাস ও ৭টি ছোট গাড়ি নিয়ে মাওয়ার শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায় রাণীগঞ্জ ডাম্ব ফেরিটি। ওই ফেরিতে যাত্রী ও কর্মীসহ চার শতাধিক মানুষ ছিলেন। রাত ১১টার দিকে ফেরিটি যখন পদ্মা সেতু সংলগ্ন হাজরা চ্যানেলের কাছাকাছি পৌঁছায় তখন সেতু স্থাপনের কাজে ব্যবহৃত ড্রেজারের পাইপের সঙ্গে প্রবল বেগে ধাক্কা লাগে। এতে তলা ফেটে যায় ফেরিটির। অত্যন্ত ঝুঁকি নিয়ে চালক ফেরিটিকে বাংলাবাজার ঘাটে যাত্রী ও যানবাহন নামাতে সক্ষম হয়। কিন্তু ফাটা স্থান দিয়ে পানি উঠে ঘাট এলাকাতেই ডুবে যায় ফেরি রাণীগঞ্জ।
নদী বন্দর / পিকে