তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নার্সেস সংগ্রাম পরিষদ। শনিবর (৬ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি করা হয়।
কর্মসূচি থেকে তিন দফা দাবি দ্রুত সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হস্তক্ষেপ কামনা করেন।
তাদের দাবিগুলো হলো- কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে পেসেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন না দেয়া, পরিবার পরিকল্পনা পরিদর্শিকাদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারিদের সমমান না করা এবং কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করে অবিলম্বে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা।
মানববন্ধনে বক্তৃতা করেন নার্সেস সংগ্রাম পরিষদের মুখপাত্র মো. আনিছুর রহমান, মোহাম্মদ কামাল হোসেন পাটোয়ারী এবং ইকবাল হোসেন সবুজ প্রমুখ।
নদী বন্দর / পিকে