হবিগঞ্জে পুরাতন খোয়াই নদী দখলমুক্তসহ নদী রক্ষার দাবি নিয়ে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে নদীর পানি প্রদর্শনী, নদীর ছবি আঁকা, বিতর্ক প্রতিযোগিতা, সংবাদ ও তথ্যচিত্র প্রদর্শনী, নদী নিয়ে গান, কবিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (১৪ মার্চ) শহরের আইডি হল প্রাঙ্গণে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং খোয়াই রিভারকিপার আয়োজিত ‘নদী আর জীবনের কথা’ শ্লোগানে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বাপা সভাপতি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ। পরে এ বিষয়ের বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল। এতে উপস্থিত ছিলেন অধ্যাপক নাসরিন হক, খাইরুল হোসেন মনু, আব্দুল কাইউম, আফরোজা সিদ্দিকা প্রমুখ।
বক্তারা বলেন, হবিগঞ্জের নদীগুলো চরম সঙ্কটাপন্ন অবস্থায় পতিত হয়েছে। দখল-দূষণে নদীগুলো অস্তিত্ব হারাতে বসেছে। হবিগঞ্জের পুরাতন খোয়াই নদীর বর্তমান চিত্রটি রীতিমত আঁতকে ওঠার মতো। পুরাতন খোয়াই নদীর অধিকাংশ দখল ও দূষণের শিকার হয়েছে। বর্ষায় বৃষ্টির পানির প্রধান আধার পুরাতন খোয়াই নদী ভরাট হয়ে যাওয়ায় কয়েক বছর ধরে শহরে দেখা দেয় জলবদ্ধতাসহ কৃত্রিম বন্যা। প্রায় দেড় দশক ধরে পরিবেশবাদী সংগঠন ও নাগরিক সমাজের আন্দোলনের ফলে পুরাতন খোয়াই নদীর একাংশের দখল উচ্ছেদ হয় গত বছর। কিন্তু বর্তমান প্রশাসন নদী উদ্ধারের ঘোষণা দিলেও অজানা কারণে কার্যক্রম থেমে রয়েছে। যা কখনোই কাম্য নয়।
নদী বন্দর / পিকে