বলিউডের মাদককাণ্ডে আবারও জেরার মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেতা অর্জুন রামপাল। নতুন তথ্য-প্রমাণ উঠে আসায় আজ বুধবার (১৬ ডিসেম্বর) তাকে আবারও জেরা করা হবে।
মাদককাণ্ডে গত কয়েকমাস ধরেই এনসিবির কড়া নজরদারিতে রয়েছেন এই বলিউড অভিনেতা ও তার পরিবার। গত ১০ নভেম্বর তার বাড়িতে তল্লাশি চালায় ভারতের কেন্দ্রীয় মাদকনিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)।
তখন তার বাড়ি থেকে ১১টি বৈদ্যুতিক গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়। জব্দ করা হয় বেশ কয়েকটি নিষিদ্ধ ওষুধও। এরপর ১৩ নভেম্বর সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।
মাদককাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেন এই অভিনেতা। শুধু অর্জুনই নন, তার সঙ্গী তথা সন্তানের মা গ্যাব্রিয়েলা ডেমিট্রিয়াডেসকেও দুবার জেরা করেছে ভারতের কেন্দ্রীয় মাদকনিয়ন্ত্রক সংস্থা।
এই যুগলের দিকে এনসিবির নজর পড়ার আরও একটি বড় কারণ হলো- অন্য একটি মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন গ্যাব্রিয়েলার ভাই অ্যাগিসিয়ালোস ডেমিট্রিয়াডেস। চরস ও অ্যালপ্রাজোল ট্যাবলেটের মতো নিষিদ্ধ মাদক পাওয়া গিয়েছিল তার কাছ থেকে।
জানা যায়, মুম্বাইয়ের কোকেন পাচারকারী ওমেগা গডউইনের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। জেরার সময় নাইজেরিয়ার নাগরিক ওমেগা নাম নিয়েছিল অ্যাগিসিয়ালোসের। এছাড়া অভিনেতার গাড়িচালককে মাদক মামলায় জেলে যেতে হয়।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডে মাদক ব্যবহারকারী ও পাচারকারীর সন্ধানে মন দিয়েছে এনসিবি। একের পর এক বলিউড তারকার ডাক পড়েছে এনসিবি দফতরে।
নদী বন্দর / পিকে