1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
হকি সম্রাটের বায়োপিকে শাহরুখ খান! - Nadibandar.com
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ১৩৯ বার পঠিত

অনেকদিন ধরেই ভারতীয় হকি সম্রাট ধ্যানচাঁদের বায়োপিক তৈরির কথা চলছিল বলিউডে। এখন বিষয়টি চূড়ান্ত হয়েছে। ‘ইশকিয়া’, ‘উড়তা পঞ্জাব’, ‘সোনচিড়িয়া’ ছবির পরিচালক অভিষেক চৌবে এই বায়োপিক পরিচালনা করবেন। ছবির অন্যতম প্রযোজক রনি স্ত্রুওয়ালা।

গত এক বছর ধরে ছবির চিত্রনাট্যের উপরে কাজ করেছেন অভিষেক। আপাতত চলছে চরিত্র বাছাইয়ের কাজ।

সবচেয়ে বড় প্রশ্ন ধ্যানচাঁদের চরিত্রে কাকে দেখা যাবে? শাহরুখ খান এবং বরুণ ধাওয়নের নাম শোনা যাচ্ছে মুখ্য ভূমিকার জন্য। তবে নির্মাতারা এখনই চমক ভাঙতে রাজি নন।

আনন্দবাজার জানাচ্ছে, এর আগে অনেকবারই শাহরুখ তার সাক্ষাৎকারে ধ্যানচাঁদের চরিত্রে অভিনয়ের আগ্রহ দেখিয়েছেন। অলিম্পিক মেডেলজয়ী খেলোয়াড়ের বায়োপিক প্রযোজনা করতে চান, সে কথাও বলেছেন অভিনেতা। এর আগে ‘চাক দে ইন্ডিয়া’ ছবিতে শাহরুখকে হকি কোচ কবীর খানের চরিত্রে দেখা গিয়েছে।

তাই ফের একবার নির্মাতারা তাঁকে কাছাকাছি চরিত্রে ভাববেন কি না, সে প্রশ্ন উঠছে। অনেক ভক্তই শাহরুখকে এই চরিত্রে দেখার দাবিও তুলেছেন।

এদিকে বায়োপিক প্রসঙ্গে অভিষেক বলছেন, ‘ধ্যানচাঁদ ভারতের গর্ব। তাকে নিয়ে ছবি পরিচালনা করার সুযোগ পেয়ে আমিও গর্বিত। তবে প্রচুর গবেষণা করতে হয়েছে আমাদের। তার মতো লেজেন্ডকে পর্দায় ফুটিয়ে তোলা সহজ নয়। ব্যক্তি, পারিপার্শ্বিক সব কিছুই খুঁটিয়ে দেখাতে চাই ছবিতে।’

আপাতত চলছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। পিরিয়ড ছবির পাশাপাশি ওই সময়ের হকি খেলার দৃশ্য ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ রয়েছে নির্মাতাদের।

আগামী বছর শুরু হবে এই ছবির শুটিং। মুক্তির সম্ভাবনা ২০২২ সালে।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com