হঠাৎ করেই গত অক্টোবরে ধর্মের টানে বলিউডের রঙিন দুনিয়া ত্যাগ করার ঘোষণা দেন ‘বিগ বস’ তারকা সানা খান। বেশ হই চই পড়ে যায় তার সেই ঘোষণা নিয়ে। এরপর আলোচনা তুঙ্গে ওঠে তার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই। নভেম্বরে তিনি গুজরাটের মাওলানা মুফতি আনাস সাঈদকে বিয়ে করেন।
এরপরই আনাস সাঈদের সঙ্গে সানার সম্পর্ক নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় আনাসকে ট্রলও করেন অনেকে। আনাস এসব নিয়ে কখনো মুখ খুলেননি।
স্ত্রী সানা কেন বিনোদন দুনিয়া ছাড়লেন এবং তিনি কেন সানাকে বিয়ে করলেন সেসব নিয়ে মুখ খুলেছেন গুজরাটের এই মাওলানা।
জিনিউজ বাংলা বলছে, আনাস সাঈদের দাবি, সানা খানের বিনোদন দুনিয়া ছাড়ার পেছনে তার কোনো হাত নেই। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আনাস এ বিষয়ে বলেন, ‘আমি কখনোই সানাকে নির্দিষ্টভাবে জীবনযাপনের জন্য বাধ্য করিনি। গত ছয় মাস আগে ইনস্টাগ্রামে সানা জানিয়েছিলেন তিনি হিজাব পরবেন। লোকজন ভেবেছিল, এটা হয়তোবা মহামারির কারণে সাময়িক ভয় থেকে সৃষ্ট আবেগ।
কিন্তু সানা সবসময়ই কাজের জায়গা থেকে নিজেকে আলাদা রাখতে চেয়েছিলেন। আমি ভেবেছিলাম, ওকে কিছুটা সময় দেয়া উচিত। তবে ও হঠাৎই বিনোদন দুনিয়া ছাড়ার ঘোষণা করে দিল। এতে আমিও কিছুটা হতবাক হয়েছিলাম।’
আনাস সাঈদ আরও বলেন, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে আমি সানাকে বিয়ে করতে চাই এবং তিনি আমার প্রার্থনা শুনেছিলেন। আমার মনে হয় আমি যদি অন্য কারও সঙ্গে বিয়ে করতাম হয়তো এত খুশি হতাম না। সানা নিজে সম্পূর্ণ নয়। তবে ও আধ্যাত্মিক, ক্ষমাশীল এবং স্বচ্ছ হৃদয়ের মানুষ। আমি সর্বদা এমন একটি মেয়েকে চেয়েছিলাম যে আমার পরিপূরক এবং আমাকে সম্পূর্ণ করবে।
লোকজন এখনও আমাকে জিজ্ঞাসা করছে যে, আমি কীভাবে কোনো অভিনেত্রীকে বিয়ে করতে পারি? যারা এমন প্রশ্ন করছেন তারা ভীষণই সংকীর্ণ মনের। এটি আমার জীবন এবং এ বিষয়ে কারও মন্তব্য করা উচিত নয়। লোকেরা নির্দ্বিধায় ভাবতে পারে যে আমাদের মধ্যে কোনো মিল নেই, তবে আমরা জানি আমরা কতটা সামঞ্জস্যপূর্ণ।’
প্রসঙ্গত, বিয়ের পর সম্প্রতি কাশ্মীরে মধুচন্দ্রিমা কাটিয়েছেন সানা খান ও আনাস সাঈদ।
নদী বন্দর / পিকে