ফিলিস্তিনির প্রতিরোধ যোদ্ধা হামাসের রকেট হামলায় গত তিন দিনে ইসরায়েলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে মঙ্গলবার (১১ মে) রাতে অন্তত তিনজন নিহত হয়। এর মধ্যে ভারতীয় একজন নারীও রয়েছেন। মঙ্গলবার রাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের আশকেলন শহরে হামাসের হামলায় নিহত হন তিনি। খবর আল-জাজিরার।
নিহত ভারতীয় নারী সৌম্য সন্তোষের (৩০) পরিবার কেরালার ইদুক্কি জেলায় বসবাস করেন। প্রায় ৭ বছর আগে সৌম্য সন্তোষ ইসরায়েলে যান। দেশটির আশকেলন শহরে এক বৃদ্ধ নারীর দেখাশোনার কাজ করতেন তিনি। মঙ্গলবার রাতে সেখানে অবস্থানকালে রকেট হামলায় নিহত হন সৌম্য।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতভর ইসরায়েল অভিমুখে অন্তত দেড় শতাধিক রকেট নিক্ষেপ করেছে হামাস যোদ্ধারা। এর বেশিরভাগই দেশটির উপকূলীয় অঞ্চল লোদ এবং আশকেলন শহরে আঘাত হানে। যা গাজা উপত্যকার কাছাকাছি অবস্থিত। এছাড়া তেল আবিবেও ব্যাপক হামলা চালিয়েছে হামাস।
এদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত হামলায় নিহতের সংখ্যা বাড়ছেই। মঙ্গলবার (১১ মে) রাতভর এবং বুধভার (১২ মে) ভোরে গাজার বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে আরও ৮ জন নিহত হয়েছেন। ফলে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। খবর আল-জাজিরার।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে আল-জাজিরা জানিয়েছে, সোমবার থেকে এ পর্যন্ত নিহত ৩৬ জনের মধ্যে ১০ জনই শিশু। মঙ্গলবার মধ্যরাতে তেল আল-হাওয়া এলাকায় একটি ভবনে বোমা হামলায় চারমাসের অন্তঃসত্ত্বা নারী ও তার চার বছর বয়সী শিশু সন্তান নিহত হয়। তার পাশেই হামলায় ভবন ধসে আরও তিন নারী নিহত হন। এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয়েছেন প্রায় ২৫০ জন ফিলিস্তিনি।
নদী বন্দর / জিকে