ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তাওকত। এ ঝড়ের আঘাত সামলাতে দেশটির ছয়টি রাজ্যে শতাধিক উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। রাজ্যগুলো হচ্ছে- কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র এবং গোয়া। রবিবার (১৬ মে) এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার সকালে ভাওয়ানগর জেলার পোরবন্দর ও মহুয়ার মধ্য দিয়ে গুজরাট উপকূল অতিক্রম করতে পারে তাওকত। ভারতের দিকে আসা এ বছরের প্রথম সাইক্লোন এটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার সন্ধ্যায় একটি পর্যালোচনা সভা করেছেন এবং কর্মকর্তাদের বলেছেন, যাতে লোকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
মুম্বাইয়ে রবিবার বিকেলে তীব্র বাতাসসহ ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মঙ্গলবার অবধি জেলেদের আরব সাগরে যাত্রা এড়াতে বলা হয়েছে। পর্যটন কার্যক্রম সীমাবদ্ধ করা হয়েছে এবং নৌ অভিযানের জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। সর্বশেষ বুলেটিনে আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসের গতিবেগ ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায় উঠতে পারে।
নদী বন্দর / পিকে