রাশেদ সীমান্ত ও নাদিয়াকে নিয়ে ‘হিল্লা বিয়ে’ শিরোনামের একটি নাটক নির্মাণ করেছিলেন সরদার রোকন। টিপু আলম মিলনের গল্পে নির্মিত হয়েছে নাটকটি। ঈদের দিন রাত ৮টা ১০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হয়েছিল ‘হিল্লা বিয়ে’।
নাটকে ‘সুমন’ চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত। আর ‘তানিয়া’ চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া। ঈদে প্রচার হওয়া একক নাটকগুলোর মধ্যে এখন ইউটিউব ট্রেন্ডিংয়ে আছে ‘হিল্লা বিয়ে’। এরই মধ্যে নাটকটি মিলিয়ন ভিউ ছাড়িয়েছে।
এ প্রসঙ্গে রাশেদ সীমান্ত বলেন, দর্শকদের প্রতি আমার কৃতজ্ঞতা। তাদের ভালোবাসায় আজকে আমি এ অবস্থানে। দর্শকদের ভালোবাসা নিয়ে আগামীতেও এগিয়ে যেতে চাই।
গল্পে দেখা গেছে, ইয়াকুব রাগের মাথায় স্ত্রী তানিয়াকে তালাক দেন। পরে বুঝতে পারেন, এটি তার বড় ভুল হয়ে গেছে। তিনি তানিয়াকে পেতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় গ্রামের লোকজন।
মাতব্বর সিদ্ধান্ত দেন হিল্লা বিয়ে ছাড়া কোনো অবস্থাতেই তানিয়াকে ফেরত পাবে না ইয়াকুব। তার দোকানের কর্মচারী সুমনের সঙ্গে ২০ হাজার টাকায় বিয়ে হয় তানিয়ার। কিন্তু সুমন তানিয়াকে বিয়ের পর আর তালাক দিতে রাজি হয় না। শুরু হয় তানিয়াকে নিয়ে সুমন ও ইয়াকুবের যুদ্ধ। ঘটতে থাকে মজার ঘটনা।
নদী বন্দর / পিকে