দেব-শুভশ্রীর বহু আকাঙ্ক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। ৯ বছর ধরে মুক্তি আটকে থাকলেও উন্মুখ হয়ে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি মাসের ১৪ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
গতকাল সোমবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টায় ছবির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে হাসিমুখে হাজির হন দেব-শুভশ্রী। তাঁরা অনুষ্ঠানে এসে পৌঁছালে উপস্থিত দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দ্বিগুণ হয়ে ওঠে।
মঞ্চে উঠেই দুইজনের বহুল আলোচিত সংলাপ শোনান দেব-শুভশ্রী। শুরুতেই অভিনেত্রী বলেন, ‘আমার সঙ্গে বন্ধুত্ব করবে?’ জবাবে দেব বলেন, ‘কেন?’। তা শুনে অভিনেত্রী বলেন, ‘এমনি…’। তাঁদের একসঙ্গে দেখে হাততালিতে ফেটে পড়ে গোটা হল। শুধু তাই নয়, ১০ বছর পর দুইজনের হাত মিলল হাতে। যা সামাজিকমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
তাঁদের সংলাপ শেষ হতেই সঞ্চালক বলে উঠলেন, ‘আচ্ছা, তাহলে এখান থেকেই এসেছে ‘এমনি’ ব্যাপারটা?’। দেবের সঙ্গে সঙ্গে উত্তর, ‘না এটা এখান থেকে আসেনি।’ তারপরই বর্তমানে ফিরে আসার চেষ্টায় ছোট্ট একটা কথা, ‘আমাকে বাড়িতেও ফিরতে হবে।’তা শুনেই হাসির রোল পড়ে যায় পুরো হল রুমে।
দীর্ঘ আলোচনায় উঠে আসে সিনেমা শুটিংয়ের স্মৃতি কথা। এ অনুষ্ঠানে জানা যায় ১০ বছর আগে সামাজিক মাধ্যমের শুভশ্রীকে ব্লক করেন দেব। এদিন মঞ্চে বসেই আবারও দুইজনের ইনস্টাগ্রাম সংযুক্ত হন তাঁরা। তারপর এই মুহূর্তটাকে নিজের ফোনে ফ্রেম বন্দী করেন শুভশ্রী।
দেব-শুভশ্রীকে কখন একসঙ্গে দেখা যাবে, তা নিয়ে উন্মাদনার পারদ ক্রমশ চড়ছিল গোটা হল জুড়ে। সেই উত্তাপ ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়া পেজেও। অজস্র মানুষ ভিড় জমিয়েছিলেন সামনে থেকে তাঁদের একসঙ্গে এক ঝলক দেখার আশায়। এখন অপেক্ষা সিনেমা মুক্তি।
নদীবন্দর/জেএস