1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বাংলাদেশের নতুন ছবিতে ঋতুপর্ণা-অঙ্কুশ! - Nadibandar.com
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১
  • ১০২ বার পঠিত

বাংলাদেশের একটি নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও অঙ্কুশ হাজরা। ছবির নাম ‘ছোট মা’। শাপলা মিডিয়া প্রযোজিত এই ছবিতে ঋতুপর্ণা অভিনয় করবেন নায়িকার মায়ের চরিত্রে।

মেয়ের চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি। বাংলাদেশের নতুন প্রজন্মের একজন অভিনেত্রীর কথা শোনা যাচ্ছে। এই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ায় আনন্দবাজার ডিজিটালের পক্ষ থেকে ঋতুপর্ণা ও অঙ্কুশের সঙ্গে যোগাযোগ করা হয়।

টলিউডের তরুণ প্রজন্মের জনপ্রিয় নায়ক অঙ্কুশ জানান, এই ছবির কিছুই ফাইনাল হয়নি। প্রাথমিক কথা অন্তত হয়েছে কি না জানতে চাইলে অঙ্কুশ বলেন, ‘না না, কিছুই হয়নি।’

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বললেন, ‘ছবির বিষয়ে কথা চলছে। ফাইনাল স্ক্রিপ্ট এখনও পড়িনি। স্ক্রিপ্ট পড়ে সিদ্ধান্ত নেব। তার পাশাপাশি অঙ্কুশকে নিয়েও কথা চলছে।’

প্রসঙ্গত, বাংলাদেশের এই চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান ‘শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল’ সম্প্রতি একসঙ্গে ১০০ সিনেমা নির্মাণের কথা ঘোষণা করেছে। যা হইচই ফেলেছে বাংলাদেশজুড়ে।

ফেব্রুয়ারির শেষে শুরুও হয়ে গেছে প্রথম পর্যায়ে ১০টি সিনেমার শুটিং। পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশেও সিনেমা-হল মালিকদের অবস্থা ভালো নয়। প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার অভ্যাস কমে যাওয়ায় দর্শকের অভাবে তা বন্ধ হয়ে যাচ্ছে সর্বত্র।

তার ওপর করোনার আগমন এবং লকডাউনে নতুন ছবির সংখ্যা কমে গেছে একদম। এই পরিস্থিতিতে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান লাগাতার ১০০টি সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নেয়ায় হল-মালিকরা ফের আশায় বুক বেঁধেছেন।

এই ১০০টি ছবির প্রকল্পেরই অন্তর্গত ঋতুপর্ণা-অঙ্কুশকে নিয়ে পরিকল্পিত ‘ছোট মা’। পরিচালক অপূর্ব রানা। চিত্রনাট্য ও সংলাপ লেখক দেলোয়ার হোসেন দিলু।

‘ছোট মা’ ছবিটি নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও বাংলাদেশের সিনেমায় ঋতুপর্ণা নতুন নন। সেই ১৯৯৭ সালে বাংলাদেশে তার প্রথম সিনেমা মনোয়ার খোকন পরিচালিত ‘স্বামী কেন আসামি’। শাবানা, জসিমের পাশে চাংকি পান্ডে, ঋতুপর্ণা।

দুই বাংলায় জনপ্রিয় এই অভিনেত্রী এর পর করেছেন একাধিক সিনেমা। বাংলাদেশে এখন পর্যন্ত তার শেষ ছবি ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’।

এদিকে তরুণ নায়ক অঙ্কুশ ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় অভিনয় করেছেন ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘রোমিও বনাম জুলিয়েট’-এ। জিৎ এবং দেব-এর পর এই প্রজন্মের কাছে অঙ্কুশ নিজস্ব জায়গা তৈরি করে নিয়েছেন।

শেষ পর্যন্ত ঋতুপর্ণা-অঙ্কুশ বাংলাদেশের ছবি ‘ছোট মা’তে অভিনয় করবেন কি না, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কিছুদিন। করোনা সমস্যা একটু কমলেই শুরু হবে ছবির কাজ। শাপলা মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে তেমনই।

নদী বন্দর / এমকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com