অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। ভারতীয় সংস্কৃতির প্রতি তার ভালোবাসার কথা কম বেশি সবার জানা। অবসর সময়ে মাঝেমধ্যেই ভারতীয় হিন্দি গানের সঙ্গে মজার অনেক ভিডিও ক্লিপস তৈরি করেন তিনি। সম্প্রতি এমনই এক ভিডিওতে দেখা মিলেছে ওয়ার্নারের।
সেখানে দেখা যায় বলিউড বাদশাহ শাহরুখ খান রূপে ঘুরে বেড়াচ্ছেন তিনি।
সম্প্রতি এক ফেস অ্যাপ্লিকেশন ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করেন ডেভিড ওয়ার্নার। যেখানে কিং খান শাহরুখের ‘ডন টু’- এর লুকে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার শুধুমাত্র শাহরুখ নয়, আরো নানা রূপে হাজির হয়েছেন বেশ কয়েকটি ভিডিওতে।
যাদের মধ্যে ছিলেন হৃত্বিক রোশন, আমির খান, প্রভাসসহ আরো বেশ কয়েকজন সেলিব্রেটি। প্রায় এক দিনেই মিলিয়ন ভিউ পাওয়া এই ভিডিওটি ভরে গেছে ভক্তদের হাজারো মন্তব্যে। অনেকেই আবার ওয়ার্নারকে ক্রিকেট ছেড়ে বলিউডে যোগ দেওয়ার পরামর্শও জানিয়েছেন।
প্রসঙ্গত, দীর্ঘ দুই বছর পর বর্তমানে ‘পাঠান’ সিনেমার শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন শাহরুখ। অপরদিকে ভারত অস্ট্রেলিয়া একদিনের আন্তর্জাতিক সিরিজের দ্বিতীয় ওডিআইতে হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন ডেভিড ওয়ার্নার।
নদী বন্দর / এমকে