সম্পর্কের গুজবের তালিকায় এখন প্রথম জুটি অমিতাভ নাতনি ও জাভেদপুত্র। বছর হয়ে গেল তাদের নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। কিন্তু ইনস্টাগ্রাম পোস্টে করা একটি মন্তব্যকে ঘিরে আবার সম্পর্কের কথাবার্তা ডালপালা মেলতে শুরুছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
পত্রিকাটি জানায়, এর আগে অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দার সঙ্গে শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের বিশেষ সম্পর্ক আছে বলে শোনা গিয়েছিল। এমনকি তাদের এমএমএস প্রকাশ্যে আসার পর তাদের নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে।
কিন্তু এখন জুটির বদল হয়েছে। সবার নজর এখন নভ্যা ও জাভেদ জাফরির ছেলে মিজান জাফরির দিকে। বিখ্যাত দুই স্টার কিডের গভীর বন্ধুত্ব নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন রয়েছে। বছর খানেক আগে একটি সাক্ষাৎকারে মিজানকে এই নিয়ে প্রশ্নও করা হয়েছিল। তখন তিনি স্পষ্টই জানিয়েছিলেন, ‘আমি আর নভ্যা খুব ভালো বন্ধু। আমরা একই গ্রুপের। তা ছাড়া আমি এখন কারও সঙ্গে সম্পর্কে নেই।’
কিন্তু সম্প্রতি নভ্যার একটি ছবিতে মিজানের মন্তব্য দেখে ফের কথা শুরু হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, নভ্যা একটি টালির ছাদের ওপরে বসে রয়েছেন। পরনে তার সাদা ছোট ড্রেস। মুখ ক্যামেরার দিকে নেই। পাশে ফেরানো মুখ চুল দিয়ে আবৃত। নিচে ক্যাপশনে লেখা, ‘ছাদের ওপর চোর’। সেই পোস্টে মিজান জাফরি মন্তব্য করেন, ‘তোমার মুখটা দেখাতে পারবে?’ পাশে একটি হার্ট ইমোজি ও চোখে লাভ সাইন দেওয়া ইমোটিকন।
জাভেদপুত্র এর মধ্যেই বড় পর্দায় পা রেখেছেন। সঞ্জয় লীলার প্রযোজনায় ‘মলাল’ এ দেখা গেছে তাকে। প্রিয়দর্শনের আগামী ছবি ‘হঙ্গামা ২’ তেও তিনি অভিনয় করছেন। সেই ছবিতে তিনি ছাড়াও থাকছেন শিল্পা শেঠি, পরেশ রওয়াল প্রমুখ।
নদী বন্দর / এমকে