ইসরায়েলি পুলিশের গুলিতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পুলিশের দাবি ওই ব্যক্তি আগে হামলা চালিয়ে একজন ইসরায়েলিকে হত্যা ও চারজনকে আহত করেন। রোববার (২১ নভেম্বর) জেরুজালেমের পবিত্র স্থানের প্রবেশে পথের কাছে এ ঘটনা ঘটে।
ইহুদিদের টেম্পল মাউন্ট ও মুসলমানদের পবিত্র স্থানের প্রবেশ পথের কাছে পুলিশের গুলিতে ওই ফিলিস্তিনি নিহত হন। স্থানটি দুই ধর্মের মানুষদের কাছেই ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ। এ স্থান ঘিরে দুই পক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। সবশেষ সংঘর্ষ হয় চলতি বছরের মে মাসে।
ইসরায়েলের একটি চিকিৎসক দল জানিয়েছেন, ফিলিস্তিনি ওই ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে যাদের ওপর হামলা চালিয়েছেন তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর ও অন্য দুইজনের অবস্থা স্বাভাবিক আছে। তবে হাসপাতালে নিয়ে আসার পর একজন মারা গেছেন।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ফিলিস্তিনের ওই হামলাকারীকে বীর বলে আখ্যায়িত করেছেন।
সম্প্রতি ইসরায়েলি কারাগারে ১২০ দিনেরও বেশি সময় ধরে অনশনরত এক ফিলিস্তিনি বন্দির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলি চিকিৎসকরা। ইসরায়েলের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন পলিসি বা বিনা বিচারে আটক রাখার নীতির প্রতিবাদে কাইদ আল-ফাসফুস নামের ওই ফিলিস্তিনি গত চার মাসেরও বেশি সময় ধরে অনশন করে যাচ্ছেন।
একই রকম প্রতিবাদ জানিয়ে আরও চার ফিলিস্তিনি বন্দি বর্তমানে অনশন চালিয়ে যাচ্ছেন। এই পাঁচজনের মধ্যে কাইদ সবচেয়ে বেশি সময় ধরে অনশনে আছেন। অপর চার অনশনরত ফিলিস্তিনি বন্দি হচ্ছেন আলা আরাজ (৯৮ দিন), হিশাম আবু হাউয়াশ (৮৯ দিন), আইয়াদ হুরেইমি (৫২ দিন) এবং লুয়ায়ি আল-আসগর (৩৪ দিন)।
সূত্র: আরব নিউজ, ওয়াশিংটনপোস্ট
নদী বন্দর / এমকে