শুধুমাত্র ড্যাশিং চেহারার জন্য নয়, বৈচিত্রময় চরিত্রে শক্তিশালী অভিনেতা হিসেবে বলিউডে নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন ভিকি কৌশল। বাজিমাত করেছেন বক্স অফিস। জয় করেছেন লাখো ভক্তের মন।
২০২১ সালে দিয়েছেন ‘সর্দার উধম সিং’ -এর মতো হিট সিনেমা। ২০২২ সালে হাতে নিয়েছেন কয়েকটি প্রকল্পের কাজ।
সম্প্রতি একটি প্রতিবেদন অনুসারে জানা যায়, এ অভিনেতাকে কবির খানের ‘৮৩’ ছবিতে মহিন্দর অমরনাথের চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু কোনো এক নির্দিষ্ট কারণে চুক্তিটি কার্যকর হয়নি।
ইটাইমসের একটি রিপোর্ট থেকে জানা যায়, ভিকি কৌশলকে ‘৮৩’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। অভিনেতা কিছু সময়ের জন্য রাজি হয়ে পরে তা প্রত্যাখ্যান করেছিলেন।
জানা গেছে, ছবির দ্বিতীয় প্রধান চরিত্রে অভিনয় করতে চাননি বলেই তিনি রাজি হয়েও না বলেছেন। যার কারণে তার পরবর্তীতে অন্য একজন অভিনেতা চরিত্রটি করেন।
একটি সূত্র থেকে জানা যায়, ‘‘রাজী’ সিনেমা মুক্তি ও হিট হবার আগে অডিশনটি হয়েছিল। ‘রাজি’ হিট হবার কারণে দ্বিতীয় প্রধান চরিত্রে অভিনয় করতে চাননি বলে ভিকি এই প্রকল্প থেকে সরে যান। যদিও সিনেমার পরিচালক কবির খান চেয়েছিলেন ভিকি মহিন্দর অমরনাথ চরিত্রে অভিনয় করবেন।’
পরবর্তীতে মহিন্দর অমরনাথের চরিত্রে সাকিব সেলিম অভিনয় করেন। যিনি তার চরিত্রে অভিনয়ের জন্য প্রচুর প্রশংসা পেয়েছেন।
‘৮৩’ সিনেমাটি ১৯৮৩ সালের ভারতীয় ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে বিশ্বকাপ জয়ের গল্প নিয়ে নির্মিত। সিনেমাটি ২০২১ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
নদী বন্দর / সিএফ