চলছে মেয়েদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। আজ শনিবার একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি আর রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। ম্যাচটিতে রূপালী ব্যাংকের হয়ে খেলা নাহিদা আক্তার বল হাতে জাদু দেখিয়েছেন। এই বাঁহাতি স্পিনার ২ রানে নিয়েছেন ৪ উইকেট।
মেডেন ওভার দিয়েছেন ৭টি! তার দারুণ পারফরম্যান্সে ৮ উইকেটে জিতেছে রূপালী ব্যাংক।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০০ রানে গুটিয়ে যায় কেরানীগঞ্জ। শুরু থেকেই তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। প্রতিপক্ষের মিডল অর্ডারে ধস নামান নাহিদা। কেরানীগঞ্জের মাঝের ৪ ব্যাটারই তার শিকার। প্রথম স্পেলে ৫ ওভার বোলিং করে ৫টিই মেডেন নেন তিনি। সঙ্গে নেন ১ উইকেট। দ্বিতীয় স্পেলে আরো দুটি মেডেনসহ ৩ উইকেট। নিজের সপ্তম ওভারে ১ রান আর নবম ওভারে একটি ওয়াইড দেন নাহিদা।
কেরানীগঞ্জের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেছেন ইতি। তাকে আউট করেই কেরানীগঞ্জকে গুটিয়ে দেন নাহিদা। এ ছাড়া ২টি করে উইকেট নেন পূজা ও মুক্তা রবীন্দ্র। রান তাড়ায় দ্বিতীয় ওভারেই প্রথম ধাক্কা খেয়েছিল রূপালী ব্যাংক। পরে সানজিদাকে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন ফারজানা। ৭ চারে ২৯ রান করেন সানজিদা। এরপর ফারজানা ৬৬ বলে ফিফটি স্পর্শ করেন। শেষ পর্যন্ত ৫৫* রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ফারজানা। তার ইনিংসে ছিল ১১টি চারের মার।
নদী বন্দর/এসএফ