পাঁচ দিনের টানা বর্ষণে সুন্দরবন উপকূলীয় জেলা সাতক্ষীরা বিপর্যস্ত হয়ে পড়েছে, ঝুকিতে পড়েছে উকূলীয় রক্ষাবাধ।
জেলার শ্যামনগর-আশাশুনি উপজেলাসহ বিভিন্ন স্থানের নিন্ম অঞ্চল প্লাবিত হয়েছে। টানা বৃষ্টিতে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নিন্ম চাপের কারণে উপকূলীয় অঞ্চলের নদ-নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকেও সাতক্ষীরায় বৃষ্টি হচ্ছে। জেলার আশাশুনি উপজেলার প্রতাপ নগর ইউনিয়নের কামারখালি ভেড়িবাধ ও শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিড়ালক্ষী ভেড়িবাধে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে পানি উন্নয়ন বোর্ডের ভেড়িবাধের এ দুটি পয়েন্ট দিয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
ইউনিয়নের কয়েকশত মানুষ সেচ্ছাশ্রমে তৎক্ষনিক ভেড়িবাধ রক্ষায় সংস্কার কাজ শুরু করেছে।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ি, পাঁচ দিনে ১১৬দশমিক ৯মিঃমিঃ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল খায়ের জানান, উপকূলের ৮০০ কিঃ মিঃ ভেড়িবাধের মধে ৩৫টি পয়েন্ট ৪০কিঃ মিঃ ভেড়িবাধ ঝুকিতে রয়েছে।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবির বলেন, “ নিন্মচাপের ফলে উপকূলীয় জেলা সাতক্ষীরায় ক্ষয়-ক্ষতি এড়াতে জেলা প্রশাসকের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছ।”
নদী বন্দর/এসএইচ