হলিউড তারকা ব্র্যাড পিট ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন নোরাকে! এমনটাই দাবি করলেন ভারতের অন্যতম গ্ল্যামার গার্ল নোরা ফাতেহি।
সম্প্রতি একটি ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে ব্র্যাড পিটকে নিয়ে কথা বলেছেন নোরা ফাতেহি। তিনি বলেছেন, হলিউড অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ডিএম-এ স্লাইড করেছিলেন। ‘ডিএম স্লাইড’ করা বলতে সামাজিক যোগাযোগ মাধ্যম বা মেসেজিং অ্যাপে কাউকে সরাসরি বার্তা পাঠানোকে বোঝায়।
সাধারণত ফ্লার্ট করার উদ্দেশ্য নিয়েই এই ধরনের মেসেজ করা হয়।
নোরার সেই সাক্ষাৎকারের একটি ক্লিপ রেডিটের মতো প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছিল, যেখানে বেশিরভাগ মানুষই এটি বিশ্বাস করতে চায়নি যে ব্র্যাড পিট নোরাকে মেসেজ করেছে! ভিডিওটিতে দেখা যায়, একটি প্রশ্নে নোরাকে জিজ্ঞাসা করা হয় যে তাকে মেসেজ করা সবচেয়ে বিখ্যাত ব্যক্তি কে? উত্তরে নোরা ‘গ্রাজিয়া ইন্ডিয়া’কে বলেন, ‘আপনি এই উত্তর শুনতে প্রস্তুত নন! তিনি ব্র্যাড পিট!’
সেপ্টেম্বর মাসে দেওয়া তাঁর এই সাক্ষাৎকারটি সম্প্রতি রেডিট-এ শেয়ার করা হয়েছিল। এটি প্রকাশ হওয়ার পরপরই বিভিন্ন ধরনের হাস্যকর ও বিদ্রূপমূলক প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। একজন রেডিট ব্যবহারকারী লিখেছেন, ‘ব্র্যাড পিট ইনস্টাগ্রামে নেই, হাহাহা। ’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘আমি বুঝতে পারি না যে পিট কিভাবে নোরার ডিএম-এ চলে গেছে, যখন সে নিজেই ইনস্টাগ্রাম ব্যবহার করে না!’ অপর এক নেটিজেন মন্তব্যে প্রশ্ন করেন যে ‘আমাদের কি এটি বিশ্বাস করা উচিত?’ আরেকজন রেডিট ব্যবহারকারী লিখেছেন, ‘তাহলে, ব্র্যাড পিট তাঁর ডিএম-এ ছিলেন, তবুও তিনি সুকেশের মতো ছেলেদের সাথে ‘হ্যাং আউট’ করেছেন?’
তবে আলোচনা ও সমালোচনা দুই মিলেই ব্র্যাড পিটের মেসেজের বিষয়টি বেশ সাড়া ফেলেছে। নোরার প্রতি পিটের আগ্রহের কারণ খুঁজছেন কৌতুহলী সবাই। কে জানে, যদি নোরার দাবিটি সত্যি হয়ে যায়!
নোরাকে সম্প্রতি দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখায় তলব করা হয়েছিল সুকেশ চন্দ্রশেখরের সাথে অর্থ পাচারের মামলায় জড়িত থাকা সন্দেহে। তিনি সেখানে হাজিরা দেন এবং নিজের বিষয়ে জবাব প্রদান করেন। এছাড়াও বিশ্বকাপের থিম সংয়ে পারফর্ম করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। সামনে তাঁর হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। এছাড়াও নিয়মিত বিভিন্ন রিয়েলিটি শো’র এর বিচারক হসেবে উপস্থিত থাকছেন তিনি।
সূত্র : হিন্দুস্তান টাইমস
নদী বন্দর/এসএইচ