1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
মুখোমুখি কঙ্গনা-রুক্মিণী! - Nadibandar.com
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে কাঁচ ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা, বাংলাদেশি গ্রেপ্তার ইন্টারনেট ব্যান্ডউইথে নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু রোববার ৩ বছর আগেই সুন্দরবন স্কয়ার মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় রায়েরবাজার গণকবরের মরদেহগুলো তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজির চার যাত্রী নিহত ৫ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র: প্রেস উইং জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন ড. ইউনূস-ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির বিশেষ ট্রেনে ঢাকায় সমাবেশে যোগ দেবে চট্টগ্রাম মহানগর ছাত্রদল
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১০৪ বার পঠিত

বছর খানেক আগেই বলিউড পরিচালক প্রদীপ সরকার ঐশ্বরিয়া রাইকে নিয়ে বাংলা থিয়েটার ইতিহাসের সাহসিনীর বায়োপিক করার কথা ঘোষণা করেছিলেন। তবে সেই কাজ স্থগিত থেকে যায়। এসবের মাঝেই রামকমল মুখোপাধ্যায় ‘নটী বিনোদিনী’র বায়োপিক করার কথা ঘোষণা করে ফেলেন।  

বলিউড এবং টালিগঞ্জ ইন্ডাস্ট্রির আরও দু’-একজন পরিচালকের ইচ্ছে ছিল বিনোদিনীকে নিয়ে সিনেমা করার।

তবে এবার হিন্দি কিংবা বাংলা দুই ফিল্মি বলয়ের সিনেমাতেই নায়িকার চরিত্রে সিলমোহর পড়েছে।

বলিউডের বাঙালি পরচালক প্রদীপ সরকারের হিন্দি ‘নটী বিনোদিনী’তে অভিনয় করছেন কঙ্গনা রানাউত। বুধবারই ঘোষণা করেছেন নায়িকা নিজে। তবে তারও এক মাস আগে সেপ্টেম্বরই ‘নটী বিনোদিনী’র বায়োপিকে রুক্মিণী মৈত্রর অভিনয় করার কথা ঘোষণা করেছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়।  

বঙ্গকন্যা তাঁর ফ্রেমে তুলে ধরবেন ‘বিনোদিনী: একটি নটির উপাখ্যান। ’ মোশন পোস্টার প্রকাশ্যে আসতেই রুক্মিণীর লুক দেখে ধন্য ধন্য করেছিলেন অনুরাগীরা। তবে কঙ্গনার বিনোদিনী লুক এখনও প্রকাশ্যে আসেনি। কিন্তু একমাঝেই বলিউড ও টলিউডের দুই নায়িকার তুলনা চলছে।  

কারও মন্তব্য, ‘রুক্মিণী মৈত্র এবার কড়া চ্যালেঞ্জের মুখে। ’ কেউ বা আবার বলছেন, ‘কঙ্গনার অভিনয়ের কাছে আদৌ ধোপে টিকতে পারবেন তো রুক্মিণী?’ 

বলিউড নায়িকার সঙ্গে তুলনা টানায় এবার শেষমেশ মুখ খুললেন দেব-বান্ধবী। মন খারাপ তো নয়-ই উপরন্তু ‘নটী বিনোদিনী’র মতো বাংলার একজন অভিনেত্রীকে নিয়ে গোটা ভারত কথা বলছে, তার জন্য রীতিমতো গর্ববোধ করছেন রুক্মিণী মৈত্র।

অভিনেত্রীর কথায়, কঙ্গনার সঙ্গে তুলনা হওয়া নিঃসন্দেহে বড় পাওনা। অসাধারণ অভিনেত্রী। আমি নিজে ওঁর অভিনয়ের ভক্ত। কঙ্গনা আমার সিনিয়র নায়িকা। অতঃপর এর থেকে বেশি আমি কি-ই বা চাইতে পারি। তবে বাংলাকে এক্ষেত্রে তিনি বলিউডের থেকে এগিয়ে রেখেছেন।  

বললেন, যদিও আমার সিনেমা অনেক আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। তবে বাঙালি হিসেবে গর্ব হচ্ছে। গোটা দেশ এক বাঙালি অভিনেত্রীকে নিয়ে কথা বলছে। যিনি কিনা মেয়েদের সিনেমা, থিয়েটারে আসার সুযোগ করে দিয়েছিলেন। আরও একবার এগিয়ে বাংলা।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com