মা হতে যাচ্ছেন জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। কিন্তু সেটা এখনো দেরি আছে। তবে এরইমধ্যে সাধ (বেবি শাওয়ার) এর অনুষ্ঠান হয়ে গেল। রাজশাহীতে হয়ে যাওয়া এই আয়োজন বেশ উপভোগ করেছেন নায়িকা।
আজ রবিবার দুপুরে সাথে আলাপকালে মাহি বলেন, ‘গ্রামের বাড়ি রাজশাহী গিয়েছিলাম। সেখানে আমার মা-বাবার পরিবাররা মিলে এই আয়োজন করেছে। এমন একটি আয়োজন সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে। ভাষায় বোঝাতে পারবো এতো ভালোবাসা আমি পেয়েছি। ’
মাহির মা হওয়ার প্রত্যাশিত সময় আগামী বছরের প্রথমদিকে। এ প্রসঙ্গে মাহি বলেন, ‘আগামী মাসের প্রথম দিকে চিকিৎসক সময় দিয়েছেন, কিন্তু এর অনেক আগেই এই সাধ অনুষ্ঠান হয়ে গেল। আসলে আমি তো রাজশাহীতে আর যাব না, হয়তো যাওয়া হবে না। তাই আমার আত্মীয় স্বজনরা মিলে এই আয়োজন করেছে। ’
ফেসবুক হ্যান্ডেলে মাহি এই বিশেষ মুহূর্তের বেশকিছু ছবি শেয়ার করেছেন। সেসবে অভিনন্দন বার্তায় ভাসছেন মাহি।
নদী বন্দর/এসএম