শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, গত দুই বছর করোনার মধ্যেও আমরা যথাসময়ে বই দিয়েছি। এবারও সময়মতো নতুন বই দিতে পারব ইনশাআল্লাহ। আশা করছি, সামনের দিনগুলোতে লোডশেডিং কমে যাবে।
বুধবার (২ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে দ্রুত ছাপার কাজ ও মান নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে বিশ্ববাজারে কাগজের দাম বেড়েছে। এ ছাড়াও নানা সংকট রয়েছে। বিনামূল্যের পাঠ্যবই ছাপার জন্য কাগজ নিয়ে আমাদের বড় চ্যালেঞ্জ রয়েছে। টেন্ডার প্রক্রিয়ার নানা কারণে বিলম্বিত হয়েছে। তবে সব সংকট মোকাবিলা করে নির্ধারিত সময়ে বই পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, এমনিতেই প্রতিবার বইয়ের মান নিয়ে প্রশ্ন উঠে। সব বইতো আর চেক করা সম্ভব হয় না। কারণ আমরা প্রতিবছর প্রায় ৩৫ কোটি বই বিতরণ করে থাকি। তার পরেও আমরা চাই এটাকে একটা মানে রাখতে। এবারও সেই চেষ্টা থাকবে। কাগজের পাল্প পাওয়া না গেলে সেকেন্ডারি পাল্প দিয়ে হলেও কাগজ দিতে হবে। সেখানে যদি কিছুটা হেরফের হয়- তাও তো গ্রহণযোগ্য মাত্রায় হতেই হবে।
নদী বন্দর/এসএইচ