বর্তমান সময়ের জনপ্রিয় নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি। শুরু থেকেই নির্মাণে দর্শকপ্রিয়তার দিক থেকে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন তিনি। অমি নির্মিত ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টের পঞ্চম সিজন এবার পাইরেসির শিকার হয়েছে।
এবার এ বিষয়ে মুখ খুলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে জানিয়েছেন যে, যারা পাইরেসি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে।
পোস্ট দিয়ে অমি লিখেছেন, বিনা অনুমতিতে যারা ‘ব্যাচেলর পয়েন্টের’ ভিডিও আপলোড করছেন অথবা পুরো কনটেন্ট পাইরেসি করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। খুব শিগগিরই তাদেরকে আইনের আওতায় আনা হবে।
প্রসঙ্গত, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এ অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, লালিমা লাম, ফারিয়া শাহরিনসহ অনেকে।
নদীবন্দর/জেএস