ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার দুই কন্যা সৌন্দর্য রজনীকান্ত ও ঐশ্বরিয়া রজনীকান্ত ইতিমধ্যে চলচ্চিত্র নির্মাণে হাত পাকিয়েছেন।
রজনীকান্ত সব সময়ই তার কন্যাদের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত থাকেন। সৌন্দর্যের পরিচালিত ‘কোচাদাইয়ান’ সিনেমা এবং ঐশ্বরিয়ার প্রয়োজিত ‘কালা’ সিনেমায় অভিনয় করেছিলেন রজনীকান্ত।
আর এবার তিনি ঐশ্বরিয়ার ‘লাল সালাম’ নামের আরেকটি সিনেমায় যুক্ত হয়েছেন। এ সিনেমার মাধ্যমে প্রথমবার কন্যা ঐশ্বরিয়ার নির্দেশনায় অভিনয় করতে যাচ্ছেন রজনীকান্ত। এর আগে প্রথমবার আরেক কন্যা সৌন্দর্যের ‘কোচাদাইয়ান’ সিনেমায় সিনেমায় করেছিলেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ঐশ্বরিয়া পরিচালিত ‘লাল সালাম’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন বিষ্ণু বিশাল এবং বিক্রান্ত। একটি বিশেষ ক্যামিও চরিত্রে রজনীকান্ত থাকবেন।
রজনীকান্তের সঙ্গে স্ক্রিন করতে পেরে বিষ্ণু বিশাল এবং বিক্রান্ত দুজনেই খুব উত্তেজিত। শনিবার (৫ নভেম্বর) টুইটারে সিনেমার প্রথম পোস্টার শেয়ার করে বিষ্ণু লিখেছেন, ‘একমাত্র সুপারস্টার রজনীকান্ত স্যারের সঙ্গে, সংগীত গুরু এ আর রহমান স্যার এবং আমার বন্ধু বিশালের সঙ্গে। ঐশ্বরিয়ার রজনীকান্তের দারুন স্ক্রিপ্ট। খ্যাতনামা লাইকা প্রোডাকশন প্রযোজিত’।
বিষ্ণু আরো লিখেছেন, ‘ঈশ্বর দয়ালু। এমন একটি স্বপ্ন যা আমি কখনোই ভাবিনি।’
অন্যদিকে বিক্রান্ত টুইটারে লিখেছেন, ‘এমনকি আমার রোমাঞ্চকর স্বপ্নেও ভাবিনি যে এটা সম্ভব। খুব উত্তেজিত এবং কৃতজ্ঞ ঐশ্বরিয়া রজনীকান্ত ম্যাম, রজনীকান্ত স্যার, এ আর রহমান স্যার, লাইকা প্রোডাকশনের প্রতি।’
সিনেমাটির পোস্টারে ধ্বংসস্তূপের মধ্যে একটি জ্বলন্ত ক্রিকেট হেলমেট দেখা গেছে। এটি স্পোর্টস ঘরানার সিনেমা হতে পারে বলে ধারণা করছেন নেটিজেনরা। ঐশ্বরিয়া রজনীকান্তের প্রযোজনা প্রতিষ্ঠান লাইকা প্রোডাকশন আরো দুইটি সিনেমার জন্য রজনীকান্তের সঙ্গে জুটি বাঁধবে বলে জানা গেছে।
নদী বন্দর/এসএইচ