1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
আমন ক্ষেতে দুলছে কৃষকের সোনালি স্বপ্ন - Nadibandar.com
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন
দিনাজপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৯৪ বার পঠিত

দিনাজপুর জেলায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। আগাম লাগানো ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। এবার জেলায় ২ লাখ ৬০ হাজার ৮৩৫ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে, জানিয়েছে জেলা কৃষি অধিদপ্তর।

জেলার ১৩টি উপজেলার বিভিন্ন আমন ধানের ক্ষেত ঘুরে দেখা যায়, সবুজ ধানের শীষ বাতাসে দোল খাচ্ছে। তারি মাঝে অনেক ক্ষেতে ধান পাক ধরে সোনালি রং হয়েছে। দেখে মনে হচ্ছে সবুজ আর সোনালি রঙের মিতালী। হয়তো কয়েক দিনের মধ্যে এসব সোনালি রঙের ধান কাটা-মাড়াই শুরু করবেন কৃষকেরা। আবার অনেক এলাকায় আগাম লাগানো আমন ধান কাটা-মাড়াই শুরু হয়েছে।

জেলার পলি অঞ্চলগুলোতে আগাম লাগানো হয়েছিলো ধান। বছরে এসব অঞ্চলের মাটিতে ৪ থেকে ৫টি ফসল ফলায় কৃষক। আমন ধান কাটা-মাড়াইয়ের পর আলু চাষ হবে এসব জমিতে।

নানান প্রতিকূলতার মধ্যে চাষাবাদ হয়েছে আমন মৌসুমে। সময় মতো বর্ষার পানি না পাওয়া এবং হঠাৎ তেলের দাম বাড়ায় আমন চাষ নিয়ে বিপাকে পড়েছিলেন আমন চাষিরা। সময়মত বর্ষা না হওয়ায় শ্যালো মেশিন দিয়ে জমি তৈরি করেছেন কৃষক। তাতে খরচের পরিমাণ বেশি লেগেছিলো। তবে সবমিলিয়ে ধানের ফলন বর্তমান চোখে পড়ার মতো।

বিরামপুর উপজেলার কেটরাগ্রামের কৃষক মাসুদ রানা বলেন, এবার ধান চাষের সময় বৃষ্টির পানি না পাওয়ায় অনেক সমস্যায় পড়তে হয়েছিলো। নির্দিষ্ট সময়ে চারা রোপণ করতে পারিনি। তারপরও ধানের ফলন অনেক ভাল হয়েছে। ১৯ বিঘা জমিতে আমন চাষ করেছি। প্রায় জমিতে ধান পাক ধরেছে।

হাকিমপুর উপজেলার জালালপুর গ্রামের কৃষক আকরাম হোসেন বলেন, ৩ বিঘা জমিতে আমন ধান চাষ করেছি। এবার বর্ষায় ঠিকমতো জমিতে পানি পায়নি। তারপরও আল্লাহ দিলে সব জমিতে ফসল খুবই ভাল হইছে।

বিরামপুর উপজেলা কৃষি অফিসার নিক্সোন চন্দ্র পাল বলেন, উপজেলায় মোট ১৭ হাজার ৪৪৫ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এই অঞ্চলে পলি মাটি তাই রবিশস্য বেশি হয়ে থাকে। কৃষকেরা আগাম ধান চাষ করে তা কাটা-মাড়াই শেষ করছে, রবিশস্য চাষাবাদের জন্য।

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা বলেন, আমন চাষাবাদের শুরুতে সময়মত বর্ষার পানি না পাওয়ায় কৃষক কিছুটা বিপাকে পড়েছিলেন। উপজেলায় ৮ হাজার ১১৫ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। কাটা-মাড়াই এখনও শুরু হয়নি, কিছুদিনের মধ্যে কাটা-মাড়াই শুরু হবে। ধানক্ষেতে মাঝেমধ্যে পোকার আক্রমণ দেখা দিচ্ছে। আমরা কৃষকদের জমিতে স্প্রে করার পরামর্শ দিয়ে আসছি।

এবিষয়ে দিনাজপুর জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান বলেন, দিনাজপুর জেলা বিভিন্ন ফসলে ভরপুর। চলতি মৌসুমে জেলায় ২ লাখ ৬০ হাজার ৮৩৫ হেক্টর জমিতে আমন ধান চাষ করেছেন কৃষক। আগাম লাগানো ধান কাটা-মাড়াই প্রায় শেষ করেছেন কৃষকেরা। জেলায় প্রায় ১০ হাজার হেক্টর আগাম ধান কাটা-মাড়াই হয়েছে। 

দিনাজপুর জেলা সবুজে ঘেরা, সব ধরনের পর্যাপ্ত রবিশস্য হয়ে থাকে এই জেলায়। শুরু হয়েছে আলুর মৌসুম সহ শীতকালীন সকল সবজির চাষ। আমন চাষিরা ধান কাটা-মাড়াই করে, ঐসব জমিতে এসব সবজি চাষের প্রস্তুতি নিচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা, কর্মচারীর কৃষকদের পরামর্শ ও সেবা দিয়ে যাচ্ছেন।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com