গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে অয়ন রহমান। তিনি জানান, অভিনেতার ফুসফুসের ৭০ ভাগই আক্রান্ত হয়েছে। করোনা নেগেটিভ হলেও তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। অবস্থা বেশ সংকটাপন্ন। শরীরে প্লাজমাও দেওয়া হয়েছে।
দিলুর চিকিৎসা বাবদ প্রতিদিন প্রায় দেড় থেকে দুই লাখ টাকা খরচ হচ্ছে। পুরো চিকিৎসা চালিয়ে নিতে অনেক টাকার প্রয়োজন। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার।
এর আগে ২০০৫ সালে বারি সিনড্রোমে আক্রান্ত হয়েছিলেন দিলু। তারপর ২০১৫ সালে তার রক্তে এক ধরনের ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়েছিল। এছাড়া কিডনিতে দুটো পাথরও দেখা দিয়েছিল। তখন চিকিৎসায় স্বাভাবিক জীবনে ফিরেছিলেন এ অভিনেতা।
সম্প্রতি তিনি ফুসফুসের অসুখে ভুগছেন। গত ১২ জানুয়ারি তার শরীরের অবস্থার অবনতি ঘটে। পরে তাকে জরুরি ভিত্তিতে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর উন্নত চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।
নদী বন্দর / পিকে