ভারতের জনপ্রিয় পরিচালক, প্রযোজক ও অভিনেতা গুরু দত্ত। পঞ্চাশ-ষাটের দশকে ধ্রুপদী হিন্দি চলচ্চিত্র ‘প্যায়াসা’, ‘কাগজ কে ফুল’, ‘সাহিব বিবি অউর গুলাম’, ও ‘চৌধবিঁ কা চান্দ’ নির্মাণ করেন তিনি। তার আসল নাম বসন্ত কুমার শিবশঙ্কর পাদুকোন।
সেই গুরু দত্তকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে বায়োপিক। এতে গুরু দত্তের ভূমিকায় অভিনয় করবেন মিস্টার পারফেকশনিষ্টখ্যাত অভিনেতা আমির খান। তার সঙ্গে ক্যাটরিনা কাইফকে দেখা যাবে পর্দায়। এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে।
খোঁজ নিয়ে জানা গেছে, গুরু দত্তের জীবন ছিল বির্তকের ভরা। ব্যক্তিগত জীবনে খুব বেশি সুখের দেখা পাননি তিনি। বিবাহ বিচ্ছেদ এবং উনচল্লিশ বছর বয়সে আত্মহত্যা করেন গুরু দত্ত। তার জীবনী নিয়ে বায়োপিকটি নির্মাণ করবেন ভাবনা তালওয়ার।
বায়োপিকটি প্রযোজনা করবেন ভাবনার স্বামী শীতল তালওয়ার। এক সাক্ষাৎকারে ভাবনা জানান, কয়েক বছর ধরে বিষয়টি নিয়ে কাজ করছেন তিনি। তার অক্লান্ত পরিশ্রমের অবসান হতে যাচ্ছে। শিগগিরই শুটিং শুরু হবে। আমির খান বায়োপিকটি নিয়ে উৎসাহ দেখিয়েছেন। ১২০ কোটি ভারতীয় রুপি ব্যয়ে নির্মিত হবে এটি।
নদী বন্দর / পিকে