এদেশের চলচ্চিত্র পরিচালকদের স্বার্থ সংরক্ষণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এর দ্বি-বার্ষিক নির্বাচনের আয়োজন করা হচ্ছে এপ্রিলে। নিশ্চিত হওয়া গেছে আগামী ২ এপ্রিল বিএফডিসির চত্বরেই অনুষ্ঠিত হবে নির্বাচন।
গেল রোববার (২৪ জানুয়ারি) সমিতির কার্যনির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির মহাসচিব বদিউল আলম খোকন।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনানের দায়িত্ব পালন করবেন বর্ষিয়াণ নির্মাতা ও চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু। তার সঙ্গে আরও দুই কমিশনার হিসেবে থাকছেন আ স ম শফিকুর রহমান ও ডি এইচ নিশান।
এর আগে ২০১৯ সালের ২৫ জানুয়ারি পরিচালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে মুশফিকুর রহমান গুলজার ও বদিউল আলম খোকন প্যানেল জয়ী হয়েছিল। এই কমিটির মেয়াদ শেষ হয়েছে গত বছরের ৩১ ডিসেম্বর।
এফডিসি ঘুরে আভাস পাওয়া গেল পরিচালক সমিতির নির্বাচনকে ঘিরে এরইমধ্যে উত্তেজনা বইতে শুরু করেছে চলচ্চিত্রের কারখানাটিতে। জমজমাট হয়ে উঠেছে নির্বাচনী হিসেব নিকেশ। বেশ কয়টি শক্ত প্যানেলের দেখা এবার মিলবে বলেও জানা গেছে।
নদী বন্দর / এমকে