ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে অতি ভারি বর্ষণে তিস্তা নদীর পানি বেড়ে সৃষ্ট আকস্মিক বন্যায় নিখোঁজ হয়েছেন দেশটির সেনাবাহিনীর ২৩ সদস্য।
সেনাবাহিনীর বরাত দিয়ে এনডিটিভির বুধবার সকালের প্রতিবেদনে জানানো হয়, নিখোঁজ সেনাদের উদ্ধারে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।
সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের বিবৃতিতে জানানো হয়, ল্যাচেন উপত্যকার কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। চুংথ্যাং বাঁধ থেকে পানি অপসারণের ফলে নদীর পানি সমতল ১৫ থেকে ২০ ফুট বেড়ে যায়। এর ফলে সিংতামের কাছে বারদাংয়ে রাখা সেনাবাহিনীর যানবাহনগুলো ক্ষতিগ্রস্ত হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ২৩ সেনা সদস্য নিখোঁজের খবর পাওয়া গেছে। কিছু যানবাহন কাদায় আটকে যাওয়ার খবর পাওয়া যায়। তল্লাশি অভিযান চলছে।
সিকিমে মঙ্গলবার রাতভর ভারি বৃষ্টিপাত হয়। আকস্মিক ভারি বর্ষণের ফলে উত্তর সিকিমের লোনাক হ্রদের পানি উপচে পড়ে তিস্তার পানি সমতল বেড়ে যায়।
সিকিম ও পশ্চিমবঙ্গ হয়ে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করে।
উদ্ভূত পরিস্থিতিতে সিকিম রাজ্য প্রশাসন বাসিন্দাদের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে।
স্থানীয় বাসিন্দাদের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, আকস্মিক বন্যায় ভেসে গেছে সড়ক; উপচে পড়েছে পানির পানি।
বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শনের সময় সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বলেন, ‘কেউই আহত হননি, তবে জনগণের সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
‘সিংতামে কয়েকজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ত্রাণ তৎপরতা চলছে।’
নদী বন্দর/এসএইচবি